Conversation

Srijit Kumar Bhadra

Edited 1 year ago

প্রতীকের লেখা এই পোস্ট থেকে নিম্নলিখিত উদ্ধৃতি দিলাম।

“বছর বিশেক হল দারুণ সব শব্দ যোগ হয়েছে অভিধানে, যার একটা হল workaholic. দিনরাত কাজ করে, কাজ ছাড়া কিছু বোঝে না – এমন লোকেদের দারুণ দাম কর্পোরেট মিডিয়ায়। যে কোনো কর্পোরেট চাকরিতেই। যে নিজের কাজটুকু তৎপরভাবে করে ঝটপট বাড়ি চলে যায় বা কাজের বাইরে ব্যক্তিগত জীবন থাকা উচিত মনে করে – তাকে বস পছন্দ করে না, বরং ফাঁকিবাজ মনে করে, তার কাজ যা-ই বলুক – এ জিনিস চাকরিজীবনে সর্বত্র দেখেছি। জর্জ বার্নার্ড শ লিখেছিলেন, আমরা জানি না আমরা কেন কাজ করি। কাজ করা আসলে অবসর পাওয়ার জন্যে। সেসব উঠে গেছে। গলাকাটা প্রতিযোগিতার যুগ, কর্মী সংকোচনের যুগ। অনেকের চাকরি নেই আর যাদের চাকরি আছে তারা সবাই সারাক্ষণ চাপে আছে।”

আমি একমত। আমাকেও পেটের দায়ে সারাক্ষণ চাপে থাকতে হয়। এর জন্য অনেক সময় মন-মেজাজ ঠিক রাখাটাই একটা সমস্যা হয়ে যায়।

কোম্পানীতে কাজ আর জীবনের ভারসাম্যজনিত যাবতীয় কথাবার্তা অনেকে কর্মচারীর কাছেই মোটামুটি লোক দেখানো। বাড়ি থেকে কাজ করলে কাজের পরিমাণ অনেকের ক্ষেত্রে বেড়ে যায়। প্রতিটি প্রাইভেট কোম্পানিকে প্রতি ত্রৈমাসিকে লাভ দেখাতে হবে, এবং সেই লাভের পরিমাণ আগের বছরের ওই ত্রৈমাসিকের চেয়ে বেশী হতে হবে। আবার বছরের শেষে আগের বছরের তুলনায় মোট লাভের অংক আরো বেশী হতে হবে।

বেঙ্গলুরুতে কর্পোরেট জগতে অধিকাংশ কর্মচারীকে অন্তত দুটো সময় অঞ্চলে উপলব্ধ থাকতে হয়। ওটা করতে করতে অনেকে কাজে নেশাগ্রস্ত হয়ে পড়ে কাজটাই জীবন হিসাবে মেনে নেয়। একসময় তার দামও দিতে হয়। আজকাল সবার বুঝে যাওয়া উচিত যে কোম্পানী পরিবার নয়। সেখানে আমরা শুধুমাত্র ভাড়া করা কর্মচারী।

আমার ধারণা শেষ বয়সে এসে প্রায় কেউই তার নিজের কর্মক্ষেত্র নিয়ে আক্ষেপ করবে না।

মৃত্যুপথযাত্রীর মানুষের শীর্ষ পাঁচটি অনুশোচনা মোটামুটি এইরকম।

১। আমি যদি নিজের প্রতি সত্য জীবনযাপন করার সাহস পেতাম।।
২। আমি যদি এত কঠোর পরিশ্রম না করতাম।
৩। আমি যদি আমার অনুভূতি প্রকাশ করার সাহস পেতাম।
৪। আমি যদি আমার বন্ধুদের সাথে যোগাযোগ রাখতাম।
৫। আমি যদি নিজেকে আরও সুখী হতে দিতাম।

#Bengali #Bangla #বাংলা
cc: @bengali_convo @srijit

2
2
2

আপনার লেখাটা আর @hutomp প্রতীকের লেখাটা পড়ে সম্প্রতি কলকাতায় একটি অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। আমার মা একটি এয়ারটেলের ফোনের কানেকশন নিয়েছিলেন আরেকটি খুব সম্ভবত পোর্টেবল মোডেম নিয়েছিলেন। যেহেতু বয়সের কারণে এয়ারটেলের আপিসে মেতে পারবেন না অফিসের লোকেরা বাড়িতে এসে মায়ের ছবি তুলে নিয়ে যাবে। তো এয়ারটেলের অফিসে যে ভদ্রলোক ছিলেন, আমাকে বললেন শনিবার বিকেলে অফিসের পর মায়ের ছবি তুলতে আমাদের বাড়ি আসবেন। আমি বললাম আমি আসবেন‌ না, আপনি শনিবার দিন কাজ শেষ হলে নিজের বাড়িতে ফিরবেন, ওটা আপনার সময়। ভদ্রলোকের স্তম্ভিত মুখটা এখনো মনে আছে, 🙂

0
1
1