Conversation

Srijit Kumar Bhadra

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ সোমবার বিশ্বকর্মা পূজা। শেষ কত দশক আগে আমি বিশ্বকর্মা পূজার সময় পশ্চিমবঙ্গে ছিলাম আমার মনে নেই। বেঙ্গলুরুতে এই পূজার প্রচলন নেই। এখানে আয়ুধা পূজা হয়। আমার কাছে আয়ুধা পূজার আচার-আচরণ অনেকটা বিশ্বকর্মা পূজার মতো যদিও দুটো পূজা সম্পূর্ণ আলাদা।

আমার অনেক দিনের ইচ্ছে একবার বিশ্বকর্মা পূজার সময় পশ্চিমবঙ্গে থাকা। অনেক ছেলেবেলার স্মৃতি জড়িয়ে এই বিশ্বকর্মা পূজার সঙ্গে। আমার মনে আছে এই দিনে পাড়ার মাইকে পূজার নতুন আধুনিক বাংলা গান শোনার সুযোগ হতো। বাড়িতে শুধু রেডিয়োর কোলকাতা ক আর বিবিধ ভারতী ভরসা। ওখানে ওই বছরের নতুন বাংলা গান আসতে অনেক সময় নিতো। শুধু আধুনিক বাংলা গান নয়, পূজার নতুন বাংলা সিনেমার গানও শুনতে পেতাম। ওইদিন আর পড়াশোনা হয়তো না। সারাদিন গান সোনা আর সন্ধ্যেবেলায় পর্দা টাঙিয়ে ১৬ মিমি প্রজেক্টরে দু-একজন বন্ধুর সঙ্গে থেকে পুরানো বাংলা সিনেমা দেখা।

এই বিশ্বকর্মা পূজায় আমি সেইসময়ের সুপারহিট বাংলা সিনেমা শক্তি সামন্ত পরিচালিত অমিতাভ বচ্চন এবং রাখি গুলজার অভিনীত “অনুসন্ধান” ছবির গান প্রথম শুনি। কোন একবার পর্দা টাঙিয়ে ১৬ মিমি প্রজেক্টরে উত্তমকুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত “স্ত্রী“ ছবিটা পুরোটাই আমি দাড়িয়ে-দাড়িয়ে দেখি। বসার ব্যবস্থা ছিলো না। খুব সম্ভবত কিশোরকুমারের “আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে” গানটাও বিশ্বকর্মা পূজার মাইকে প্রথম শুনি।

#Bengali #Bangla #VishwakarmaPuja
@bengali_convo

0
1
0